Rahamania Mission

  1. Home
  2. Eng
  3. Beng
  4. Math
  5. P.sc
  6. L.sc
  7. Hist
  8. Geo

Class IX- History Questions


MODEL QUESTION PAPER-1

RAHAMANIA MISSION

SECOND SUMMATIVE EVALUATION
CLASS-IX HISTORY
MODEL SET-I
Prepared by : Abdul Alim Sk
Full Marks: Time : 1 Hour 30 Minutes


১। নীচের প্রশ্নগুলির নির্দেশমতাে উত্তর দাও :
(ক) আমিই রাষ্ট্র, কথাটি বলেন—চতুর্দশ লুই। ষােড়শ লুই/পঞ্চদশ লুই/ত্রয়ােদশ লুই।
(খ) মুদ্রণ যন্ত্র প্রথম উদ্ভাবন করেন—জার্মানরা/চিনারা/জাপানিরা/ফরাসিরা।
(গ) জ্যাকোবিন শাসনতন্ত্রের নেতৃত্ব দেন—মিরাবাে/রােবসপিয়র/দাঁতাে/হেবার্ট।
(ঘ) ফ্রান্সের শহরের দরিদ্র মানুষরা ______________নামে পরিচিত ছিল। (শূন্যস্থান পূরণ করাে)
(ঙ) বাস্তিল দুর্গের পতন হয় ______________খ্রিস্টাব্দে। (শূন্যস্থান পূরণ করাে)
(চ) নেপােলিয়ন জন্মেছিলেন—১৭৬৯ খ্রিস্টাব্দে/১৮৬৯ খ্রিস্টাব্দে ১৭৯৬ খ্রিস্টাব্দে/১৮৭৩ খ্রিস্টাকে
(ছ) নেপােলিয়ন জার্মানিকে—৩০টি/৩৫টি/৪০টি/৩৯টি রাজ্যে পরিণত করেন।
(জ) পেনিনসুলার যুদ্ধ শুরু হয় ______________।
(ঝ) ফ্রান্সে কনসুলেট শাসন চালু করেন ______________।
(ঞ) _____________দ্বারা গির্জার সম্পত্তির জাতীয়করণ নেপােলিয়ন স্বীকার করে নেন।

২। নীচের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও : (একটি বাক্যে উত্তর দাও)
(ক) কোন যন্ত্রে ফরাসি রাজার শিরচ্ছেদ করা হয়?
(খ) অ্যাসাইনেট কী?
(গ) রাজা ষােড়শ লুই-এর মৃত্যুদণ্ড কবে হয়?
(ঘ) ওয়াটারলুর যুদ্ধ কবে হয়?
(ঙ) নেপােলিয়নের জীবনীকার কে?
(চ) নেপােলিয়ন কোথায় মারা যান?

৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও)
(ক) ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়' কাদের বলা হয় ?
অথবা, টেনিস কোর্টের শপথ বলতে কী বােঝানাে হয়?
(খ) ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী?
(গ) নেপােলিয়ন কোন্ দেশের বিরুদ্ধে কেন মহাদেশীয় অবরােধ জারি করেন?
(ঘ) “একশত দিবসের রাজত্ব’ বলতে কী বােঝাে?

৪। বিশ্লেষণধর্মী প্রশ্নগুলির উত্তর দাও : (সাত-আটটি বাক্যে উত্তর দাও।
(ক) রুশাের সঙ্গে ফরাসি বিপ্লবের সম্পর্ক কী ছিল?
অথবা, অভিজাতরা কেন রাজার বিরােধিতা করেছিল ও কীভাবে করেছিল?
(খ) নেপােলিয়ন কীভাবে বিপ্লবের আদর্শ প্রচার করেন ?
(গ) নেপােলিয়নকে কেন ‘বিপ্লবের ধ্বংসকারী' বলা হয় ?
৫। যেকোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ( বারাে-পনেরোটি বাক্যে উত্তর দাও)
(ক) প্রাক্-ফরাসি বিপ্লবকালীন ফ্রান্সের আর্থ-সামাজিক অবসথা ব্যাখ্যা করাে।
(খ) মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা বলতে কী বােঝো? ফরাসি সংবিধান সভার কার্যকলাপ ব্যাখ্যা করাে।

>

ANSWER: ১। (ক) পঞ্চদশ শুই; (খ) জার্মানরা; (গ) রােবসপিয়র; (গ) সাকুলেং; (ঙ) ১৭৮০ খ্রিস্টাব্দের ১৪ জুলাই ; ANSWER (চ) ১৭৬৯ খ্রিস্টাব্দে; (ছ) ৩৯টি রাজ্য; (জ) ১৮০৭ খ্রিস্টাব্দে ; (ঝ) নেপােলিয়ন বােনাপার্ট ; (ঞ) কনকর্ডাট।

MODEL QUESTION PAPER-2

RAHAMANIA MISSION


MODEL QUESTION PAPER-7
SUB-HISTORY
Full Marks : 40
Time: 1 hour 30 minutes
Abdul Alim Sk


১। নীচের প্রশ্নগুলির নির্দেশমতাে উত্তর দাও :
(ক) ১৭৮৯-এ ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সিংহাসনে ছিলেন—চতুর্দশ লুই/ ষোড়শ লুই / রােবসপিয়র/পঞ্চদশ লুই।
(খ) ফ্রান্সকে ‘ভ্রাপ্ত অর্থনীতির জাদুঘর” (Museum of economic errors) বলেছেন- ফ্রান্সেস কোয়েস কুইসান/ রাইকার/অ্যাডাম স্মিথ/দিদরে।
(গ) ফরাসি বিশ্বকোশের রচয়িতা ছিলেন--দিদেরাে/ভলতেয়ার/নেকার/মন্তে স্কু।
(ঘ) ভামির যুদ্ধ সংঘঠিত হয়েছিল-১৭৯০ খ্রিস্টাব্দে/ ১৭৯১ খ্রিস্টাব্দে/১৭৯২ খ্রিস্টাব্দে/ ১৭৯৩ খ্রিস্টাব্দে।
(ঙ) ফরাসি সংবিধানসভা গির্জার সম্পত্তি জাতীয়করণ করে ‘অ্যাসাইনেট' নামে কাগজি মুদ্র চালু করেছিল। (ঠিক/ ভুল) লেখা
(চ) নেপােলিয়ন বােনাপার্টের জন্ম হয়েছিল ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপের অ্যাজাক্কিও অঞ্চলে। (ঠিক/ভুল) লেখা
(ছ) নেপােলিয়ন, আবে সিয়েস, রজার ডুকোস, জার প্রথম আলেকজান্ডার। (বেমানানটি লেখো)
(জ) নেপােলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন—১৮০০ খ্রিস্টাব্দে/ ১৮০২ খ্রিস্টাব্দে/ ১৮০৪ খ্রিস্টাব্দে / ১৮০৬ খ্রিস্টাব্দে।
(ঝ) প্রেসবার্গের সন্ধি হয়-
ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে/ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে/ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে /ইংল্যান্ড ও পােল্যান্ডের মধ্যে।
(ঞ) ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন—(ব্লকার/নেলসন/ডিউক অফ ওয়েলিংটন)।

২। নীচের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও : (একটি বাক্যে উত্তর দাও)
(ক) অর্সিয়া রেজিম কী ?
(খ) সাকুলােৎ' কাদের বলা হত?
(গ) নারী অধিকার (The Rights of Women) গ্রন্থটি কে রচনা করেন?
(ঘ) কোড নেপােলিয়নে কটি ধারা আছে?
(ঙ) “ফ্রিডল্যান্ডের যুদ্ধ' কাদের মধ্যে হয়েছিল ?
(চ) নেপােলিয়নের এলবা দ্বীপে নির্বাসনের পর কে ফ্রান্সের সিংহাসনে আরােহণ করেন?

৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও)
(ক) ফিজিওক্রাটস কাদের বলা হয় ?
অথবা, ‘ব্যক্তি ও নাগরিক অধিকারপত্র’-এর লক্ষ কী ছিল?
(খ) কত খ্রিস্টাব্দে নেপােলিয়ন নিজেকে সম্রাট বলে ঘােষণা করেন ? কোন্ পােপ নেপােলিয়নকে সম্রাট পদে অভিষিক্ত করেন?
(গ) টিলসিটের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
(ঘ) স্পেনীয় ক্ষত' কী?
৪। বিশ্লেষণধর্মী প্রশ্নগুলির উত্তর দাও : (সাত-আটটি বাক্যে উত্তর দাও)
(ক) টেনিস কোর্টের শপথ’ বলতে কী বােঝ ? অথবা, সন্ত্রাসের রাজত্বের প্রধান সংগঠন কীরূপ ছিল?
(খ) মহাদেশীয় অবরােধ কী? নেপােলিয়ন কীভাবে এই ব্যবস্থা কার্যকর করেন ?
অথবা, জার্মানির ঐক্য স্থাপনে নেপােলিয়নের ভূমিকা কী ছিল?
৫। যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : (বারাে-পনেরােটি বাক্যে উত্তর দাও)
(ক) ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কর ব্যবস্থা ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়কে কীভাবে প্রভাবিত করেছিল? ৫+৩
(খ) ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলােচনা করাে।

MODEL QUESTION PAPER-3

RAHAMANIA MISSION


MODEL QUESTION PAPER-7
SUB-HISTORY
Full Marks : 40
Time: 1 hour 30 minutes
Abdul Alim Sk


১। নীচের প্রশাগুলির নির্দেশমতাে উত্তর দাও :
(ক) ফ্রান্স ছিল ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' একথা বলেছিলেন—দিদোরো/ভিনসেন্ট মিথ / অ্যাডাম স্মিথ / দান্তে।
(খ) ‘দ্য সােশ্যাল কন্ট্রাক্ট' গ্রন্থের রচয়িতা হলেন—মন্তেস্কু ভলতেয়ার। রুশাে/স্য এলেমবার্ট।
(গ) তৃতীয় এষ্টেট নিজেকে জাতীয় সভা বলে ঘােষণা করে ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৭ জুন/১৮ জুন/১৯ জুন/১০ জুন।
(ঘ) অভিজাতরা 'কনট্রাক্ট অব পেইসি’ নামে এক চুক্তি অনুসারে রাজাকে স্বেচ্ছাকর দিত। (সত্য/মিথ্য)
(ঙ) _________________রাজা লিওপােল্ড পাদুয়ার খোসণাপত্র জারি করেন। (অস্ট্রিয়ার /রাশিয়ার /প্রাশিয়ার)
(চ)নেপােলিয়ন দেশের রাজা সন্ঠ চার্লসের সঙ্গে কাঠি র চুক্তি স্বাক্ষর করেন। (প্রাশিয়া/ইতালি/ স্পেন)
(ছ) নেপােলিয়ন বােনাপার্টের জন্ম হয়েছিল—কর্সিকা দ্বীপে প্যারিসে/এলবা দ্বীপে/ভিয়েনায় ।
(জ) টিলজিটের সন্ধি হয়েছিল--১৮০৫ খ্রিস্টাব্দে | ১৮০৭ খ্রিস্টাব্দে ১৮০৮ খ্রিস্টাব্দে | ১৮১৪ খ্রিস্টাব্দে।
(ঝ) ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। (সত্য/মিথ্যা)
(ঞ) ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন শুরু হয়েছিল—ইংল্যান্ডে /ফ্রান্সে/ ইতালিতে/ রাশিয়ায় ।

২। নীচের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও : (একটি বাক্যে উত্তর দাও)
(ক) কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে?
(খ) কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘােষিত হয়?
(গ) সংবিধান ফরাসি রাজতন্ত্রের কী পরিবর্তন করে?
(ঘ) বিপ্লবের সন্তান কে ছিলেন?
(ঙ) চতুর্থ শক্তিজোটের কাছে নেপােলিয়ন কোন যুদ্ধে পরাস্ত হন?
(চ) ওয়াটারলুর যুদ্ধ কবে হয় ?

৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও)।
(ক) সাকুলােৎ' কাদের বলা হত?
অথবা, ফরাসি সামন্তপ্রভুকে কী কী কর দিত।
(খ) কোড নেপােলিয়ন' বলতে কী বােঝ?
(গ) ‘পােড়ামাটি নীতি' বলতে কী বােঝ?
(ঘ) নেপােলিয়ন কোন্ কোন্ দ্বীপে নির্বাসিত হন?

৪। বিশ্লেষণধর্মী প্রশ্নগুলির উত্তর দাও : (সাত-আটটি বাক্যে উত্তর দাও)
(ক) বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কৃষকদের অবস্থা কেমন ছিল?
অথবা, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখাে।
(খ) নেপােলিয়ন বােনাপার্টের ক্ষমতা লাভের কাহিনি বর্ণনা করো?

৫। যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : (বারো-পনেরােটি বাক্যে উত্তর দাও)
(ক) ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও। কর আদায়কারী কর্মচারীদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
(খ) সাম্য, মৈত্রী ও স্বাধীনতা প্রতিষ্ঠায় ফরাসি সংবিধানের ভূমিকা লেখাে। এই সংবিধান ফরাসিদের আশা-আকাঙ্ক্ষা কীভাবেপূরণ করেছিল?


Question set 1

Question set 2

Question set 3

Question set 4

Question set 5