Introduction
      
আমাদের মিশনের সকল শিক্ষকের প্রতি নির্দেশনা
  
    আমাদের মিশন শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি এমন একটি স্থান যেখানে দীন, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে জীবন গড়ে ওঠে। 
    তাই প্রতিটি শিক্ষককে নিচের নির্দেশাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে:
  
  
  
    - শিক্ষার্থীদের হালাল খাবার, হালাল কাজ ও বৈধ পরিশ্রম (মেহনত)-এর গুরুত্ব বোঝাতে হবে, যেন তারা শরীর ও আত্মায় পবিত্র হয়ে বড় হয়।
- পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ইসলামের আলোকে জীবনযাপন করতে উৎসাহিত করতে হবে। মনে করিয়ে দিতে হবে— সফলতা কুরআন ও সুন্নাহ মেনে চলার মধ্যেই।
- কঠোর অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষার্থীদেরকে মজবুত স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও মহৎ উদ্দেশ্য নিয়ে এগোতে উদ্বুদ্ধ করতে হবে।
- শুধু সিলেবাস শেষ করার দিকে নয়, বরং শিক্ষার্থী কী শিখেছে তার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। জ্ঞানের গুণগত মানকে প্রাধান্য দিতে হবে।
- শিক্ষকরা হবেন জ্ঞান, চরিত্র ও ধর্মীয়তার আদর্শ, যাঁরা শিক্ষার্থীদেরকে শিক্ষা ও আত্মিক দিক— উভয় দিকেই পথনির্দেশ দেবেন।
    আসুন, আমরা সকলে মিলে আমাদের মিশনকে ইলম (জ্ঞান), ঈমান (বিশ্বাস) ও আমল (সৎকর্ম)-এর একটি আলোকিত কেন্দ্র হিসেবে গড়ে তুলি।
  
  
  — চেয়ারম্যান, রহমানিয়া মিশন